Skip to main content
তাদের উভয়ের প্রতি রহম কর।

তাদের উভয়ের প্রতি রহম কর।

رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
My Lord, have mercy upon them as they brought me up [when I was] small. Surah Israel Ayat 24
হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।

gossip, beckbite

যে ভাল কাজে বাধা দেয়।

هَمَّازٍ مَشَّاءٍ بِنَمِيمٍ مَنَّاعٍ لِلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ
[And] scorner, going about with malicious gossip -A preventer of good, transgressing and sinful, Surah Al-Qalam 11-12

চাবি তাঁরই নিকট।

চাবি তাঁরই নিকট।

لَهُ مَقَالِيدُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ أُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ
To Him belong the keys of the heavens and the earth. And they who disbelieve in the verses of Allah – it is those who are the losers.
আসমান ও যমীনের চাবি তাঁরই নিকট। যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত।
সূরাঃ আল-যুমার, আয়াতঃ ৬৩

তাদের সবাইকে পথ ভ্রষ্ঠ করে দেব।

তাদের সবাইকে পথ ভ্রষ্ঠ করে দেব।

قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ
[Iblees] said, “My Lord, because You have put me in error, I will surely make [disobedience] attractive to them on earth, and I will mislead them all.
সে বললঃ হে আমার পলনকর্তা, আপনি যেমন আমাকে পথ ভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথ ভ্রষ্ঠ করে দেব। সূরাঃ হিজর, আয়াতঃ ৩৯

একমাত্র তোমাকেই সেজদা করি।

একমাত্র তোমাকেই সেজদা করি।

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
It is You we worship and You we ask for help. Q 1: 5

তোমরা সত্য গোপন করো না।

তোমরা সত্য গোপন করো না।

وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ
And cover not Truth with falsehood, nor conceal the Truth when ye know (what it is).
তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না। সূরাঃ বাকারা আয়াতঃ ৪২

তোমরা সঙ্গত কথাবার্তা বলবে।

তোমরা সঙ্গত কথাবার্তা বলবে।

يَٰنِسَآءَ ٱلنَّبِيِّ لَسۡتُنَّ كَأَحَدٖ مِّنَ ٱلنِّسَآءِ إِنِ ٱتَّقَيۡتُنَّۚ فَلَا تَخۡضَعۡنَ بِٱلۡقَوۡلِ فَيَطۡمَعَ ٱلَّذِي فِي قَلۡبِهِۦ مَرَضٞ وَقُلۡنَ قَوۡلٗا مَّعۡرُوفٗا
O Consorts of the Prophet! Ye are not like any of the (other) women: if ye do fear (Allah), be not too complacent of speech, lest one in whose heart is a disease should be moved with desire: but speak ye a speech (that is) just.
Surat Al-Ahzab Ayat 32

তারা মৃত্যুকে ডাকবে।

তারা মৃত্যুকে ডাকবে।

وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا
And when they are thrown into a narrow place therein bound in chains, they will cry out thereupon for destruction. Q. Furqan Ayat 13

পরহেযগারদেরকে উদ্ধার করব।

পরহেযগারদেরকে উদ্ধার করব।

ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا
But We shall save those who guarded against evil, and We shall leave the wrong-doers therein, (humbled) to their knees.
অতঃপর আমি পরহেযগারদেরকে উদ্ধার করব এবং জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। সূরাঃ মারইয়াম, আয়াতঃ ৭২

আমি ব্যতীত কোন ইলাহ নেই।

আমি ব্যতীত কোন ইলাহ নেই।

إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي
আমিই আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নেই। অতএব আমার এবাদত কর এবং আমার স্মরণার্থে নামায কায়েম কর। সূরাঃ ত্বোয়া-হা, আয়াতঃ ১৪
Verily, I am Allah: There is no god but I: So serve thou Me (only), and establish regular prayer for celebrating My praise.