Skip to main content
যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর।

যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর।

মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাব ফেরেশতাগণ। তারা আল্লাহ তা’আলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয়, তাই করে।
সূরাঃ আত-তাহরীম, আয়াতঃ ৬

O you who have believed, protect yourselves and your families from a Fire whose fuel is people and stones, over which are [appointed] angels, harsh and severe; they do not disobey Allah in what He commands them but do what they are commanded.

প্রাচুর্যের লালসা।

প্রাচুর্যের লালসা।

أَلْهَاكُمُ التَّكَاثُرُحَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ
The mutual rivalry for piling up (the good things of this world) diverts you (from the more serious things), Until you visit the graveyards. Surah At-Takathur Ayat 1-2

তারাই হল সত্যিকার ঈমানদার !

তারাই হল সত্যিকার ঈমানদার !

أُولَٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا ۚ لَهُمْ دَرَجَاتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
Those are the believers, truly. For them are degrees [of high position] with their Lord and forgiveness and noble provision.
তারাই হল সত্যিকার ঈমানদার! তাদের জন্য রয়েছে স্বীয় পরওয়ারদেগারের নিকট মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রুযী। সূরাঃ আনফাল, আয়াতঃ ৪

উভয়ের মাঝে রয়েছে এক অন্তরাল।

উভয়ের মাঝে রয়েছে এক অন্তরাল।

مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَا نِبَيْنَهُمَا بَرْزَخٌ لَا يَبْغِيَانِ
He released the two seas, meeting [side by side]; Between them is a barrier [so] neither of them transgresses.
তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন। উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না। সূরাঃ আর রহমান, আয়াতঃ ২০

মানুষ মাটির তৈরী।

মানুষ মাটির তৈরী।

وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ
আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।
Man We did create from a quintessence (of clay); Surah Al-Mu’minun Ayat 12

শিংগায় ফুঁক দেয়া হবে।

শিংগায় ফুঁক দেয়া হবে।

وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَىٰ رَبِّهِمْ يَنْسِلُونَ
And the Horn will be blown; and at once from the graves to their Lord they will hasten. Quran 36: 51
শিংগায় ফুঁক দেয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে।

স্মরণ কর স্বীয় পালনকর্তাকে।

স্মরণ কর স্বীয় পালনকর্তাকে।

وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ
And remember your Lord within yourself in humility and in fear without being apparent in speech – in the mornings and the evenings. And do not be among the heedless. Surat A’raf Ayat 205

আল্লাহর শরণাপন্ন হও।

আল্লাহর শরণাপন্ন হও।

وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ ۚ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ
If a suggestion from Satan assail thy (mind), seek refuge with Allah; for He heareth and knoweth (all things). Surah Al-A’raf Ayat 200
আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর শরণাপন্ন হও তিনিই শ্রবণকারী, মহাজ্ঞানী।

সেবায় নিয়োজিত সূর্য এবং চন্দ্র।

সেবায় নিয়োজিত সূর্য এবং চন্দ্র।

وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ
এবং তোমাদের সেবায় নিয়োজিত করেছেন সূর্যকে এবং চন্দ্রকে সর্বদা এক নিয়মে এবং রাত্রি ও দিবাকে তোমাদের কাজে লাগিয়েছেন। সুরা ইব্রাহিম আয়াত ৩৩
And He subjected for you the sun and the moon, continuous [in orbit], and subjected for you the night and the day.

কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক।

কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক।

وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ
আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত হয়। সূরাঃ আল আ’রাফ আয়াতঃ ২০৪
So when the Qur’an is recited, then listen to it and pay attention that you may receive mercy.