Skip to main content
 
 

YA-ALLAH

YA ALLAH 22

RECENT POSTS

তারা একে অপরের বন্ধু।

তারা একে অপরের বন্ধু।

Believers! Do not take the Jews and the Christians for your allies. They are the allies of each other. And among you he who takes them for allies, shall be regarded as one of them. Allah does not guide the wrong-doers. Q 5: 51
মুমিনগণ, তোমরা ইয়াহূদী ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই একজন। আল্লাহ জালেমদেরকে পথ দেখান না।

শয়তান তাদের সঙ্গী হয়।

শয়তান তাদের সঙ্গী হয়।

Those who spend their wealth to show off and do not believe in Allah and the Hereafter, Allah does not love them. And Satan is their companion, how evil is that companion! Q 4:38
আর যারা লোক দেখানোর উদ্দেশ্যে তাদের ধনসম্পদ খরচ করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না, আল্লাহও তাদেরকে ভালবাসেন না। আর শয়তান তাদের সঙ্গী হয়, সে সঙ্গী কতই না মন্দ।

হে পৃথিবীর যমীন, পানি চুষে নাও।

হে পৃথিবীর যমীন, পানি চুষে নাও।

হে পৃথিবীর যমীন, তুমি পানি গুলো চুষে নাও, হে আকাশ, তুমি ক্ষান্ত হও-বৃস্টি বন্ধ করে দাও, অতঃপর পানি কমে গেল এবং (আল্লাহর) সিদ্ধান্ত বাস্তবায়িত হল, আর নৌকা জুদী পর্বতের উপর উঠল এবং ঘোষণা করা হল, ‘ধ্বংস যালিম কওমের জন্য। সূরাঃ হূদ আয়াতঃ ৪৪

QUOTES

ন্যায়বিচারের মানদন্ড স্থাপন করব।
আমি কোরবানী নির্ধারণ করেছি।
তোমরা রুকূ কর, সিজদা কর।
মাটি থেকেই তোমাদেরকে সৃজন করেছি।

প্রজ্বলিত অগ্নি।
ছোট ও বড় সবই লিপিবদ্ধ।
তুমি ওয়াদা খেলাফ করো না।
কানাঘুষা তো শয়তানের কাজ।

RABBANA

No posts found.

The Noble Quran

আমার কি হল ?

وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ
And why should I not worship He who created me and to whom you will be returned? Surah Ya-Sin Ayat 22
কেন আমি তাঁর এবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা সবাই প্রত্যাবর্তিত হবে?

আল্লাহকে দেখা কি সম্ভব।

مَن كَانَ يَرۡجُواْ لِقَآءَ ٱللَّهِ فَإِنَّ أَجَلَ ٱللَّهِ لَأٓتٖۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
For those whose hopes are in the meeting with Allah (in the Hereafter, let them strive); for the term (appointed) by Allah is surely coming and He hears and knows (all things).
Surah Ankabut Ayat 5

الرَّحْمَنُ (Ar-Rahmaan) الرَّحِيمُ (Ar-Raheem) الْمَلِكُ (Al-Malik) الْقُدُّوسُ (Al-Quddus) السَّلاَمُ (As-Salam) الْمُؤْمِنُ (Al-Mu’min) الْمُهَيْمِنُ (Al-Muhaymin) الْعَزِيزُ (Al-Aziz) الْجَبَّارُ (Al-Jabbar) الْمُتَكَبِّرُ (Al-Mutakabbir) الْخَالِقُ (Al-Khaaliq) الْبَارِئُ (Al-Baari) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি , সুবহানাল্লাহিল আযীম , Subhan Allahi wa bihamdihi, Subhan Allahil Azim, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, La Hawla wa la Quwatta illa Billah, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,

PLAYLIST PLAYER

TUMARJONNO

তোমরা সঙ্গত কথাবার্তা বলবে।

তোমরা সঙ্গত কথাবার্তা বলবে।

يَٰنِسَآءَ ٱلنَّبِيِّ لَسۡتُنَّ كَأَحَدٖ مِّنَ ٱلنِّسَآءِ إِنِ ٱتَّقَيۡتُنَّۚ فَلَا تَخۡضَعۡنَ بِٱلۡقَوۡلِ فَيَطۡمَعَ ٱلَّذِي فِي قَلۡبِهِۦ مَرَضٞ وَقُلۡنَ قَوۡلٗا مَّعۡرُوفٗا
O Consorts of the Prophet! Ye are not like any of the (other) women: if ye do fear (Allah), be not too complacent of speech, lest one in whose heart is a disease should be moved with desire: but speak ye a speech (that is) just.
Surat Al-Ahzab Ayat 32

যা করতে, তার স্বাদ গ্রহণ কর।

যা করতে, তার স্বাদ গ্রহণ কর।

يَوۡمَ يَغۡشَىٰهُمُ ٱلۡعَذَابُ مِن فَوۡقِهِمۡ وَمِن تَحۡتِ أَرۡجُلِهِمۡ وَيَقُولُ ذُوقُواْ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
On the Day that the Punishment shall cover them from above them and from below them, and (a Voice) shall say: “Taste ye (the fruits) of your deeds!” Surah Ankabut Ayat 55

পবিত্র বস্তু-সামগ্রী ভক্ষন কর।

পবিত্র বস্তু-সামগ্রী ভক্ষন কর।

يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ
O ye people! Eat of what is on earth, Lawful and good; and do not follow the footsteps of the evil one, for he is to you an avowed enemy. Surah Baqarah Ayat 168

Emotional Recitation