Skip to main content
 
 

RABBANA

YA ALLAH 49
YA ALLAH 20

RECENT POSTS

আমরা শুনলাম এবং মানলাম।

আমরা শুনলাম এবং মানলাম।

The Messenger has believed in what was revealed to him from his Lord, and [so have] the believers. All of them have believed in Allah and His angels and His books and His messengers, [saying], “We make no distinction between any of His messengers.” And they say, We hear and we obey. [We seek] Your forgiveness, our Lord, and to You is the [final] destination. Q 2ঃ 285

আমিই জীবন আর মৃত্যু ঘটাই।

আমিই জীবন আর মৃত্যু ঘটাই।

وَإِنَّا لَنَحۡنُ نُحۡيِۦ وَنُمِيتُ وَنَحۡنُ ٱلۡوَٰرِثُونَ
And verily, it is We Who give life, and Who give death: it is We Who remain inheritors (after all else passes away). Q 15: 23 

তারা পাপের বোঝা বহন করবে।

তারা পাপের বোঝা বহন করবে।

وَٱلَّذِينَ يُؤۡذُونَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ بِغَيۡرِ مَا ٱكۡتَسَبُواْ فَقَدِ ٱحۡتَمَلُواْ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا
Those who harm believing men and believing women without any fault will bear the burden of false accusation and manifest sin. Q 33: 58

QUOTES

প্ৰদীপমালা।
তারা মৃত্যুকে ডাকবে।
আল্লাহর মসজিদ।
ব্যভিচারের কাছেও যেয়ো না।

তারাই হল সত্যিকার ঈমানদার !
কাবা: হেদায়েত ও বরকতময় ঘর।
কানাঘুষা তো শয়তানের কাজ।
জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।

RABBANA

YA ALLAH 26
YA ALLAH 71

The Noble Quran

আমার সহায় তো হলেন আল্লাহ।

إِنَّ وَلِيِّيَ اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَابَ ۖ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ
আমার সহায় তো হলেন আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করেছেন। বস্তুত; তিনিই সাহায্য করেন সৎকর্মশীল বান্দাদের। (সূরাঃ আল আ’রাফ, আয়াতঃ ১৯৬)
For my Protector is Allah, Who revealed the Book (from time to time), and He will choose and befriend the righteous.

কে সেই ব্যক্তি ?

مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ وَلَهُ أَجْرٌ كَرِيمٌ
Who is it that would loan Allah a goodly loan so He will multiply it for him and he will have a noble reward ? Surah Hadid Ayat 11

الرَّحْمَنُ (Ar-Rahmaan) الرَّحِيمُ (Ar-Raheem) الْمَلِكُ (Al-Malik) الْقُدُّوسُ (Al-Quddus) السَّلاَمُ (As-Salam) الْمُؤْمِنُ (Al-Mu’min) الْمُهَيْمِنُ (Al-Muhaymin) الْعَزِيزُ (Al-Aziz) الْجَبَّارُ (Al-Jabbar) الْمُتَكَبِّرُ (Al-Mutakabbir) الْخَالِقُ (Al-Khaaliq) الْبَارِئُ (Al-Baari) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি , সুবহানাল্লাহিল আযীম , Subhan Allahi wa bihamdihi, Subhan Allahil Azim, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, La Hawla wa la Quwatta illa Billah, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,

PLAYLIST PLAYER

TUMARJONNO

মাটি থেকেই তোমাদেরকে সৃজন করেছি।

মাটি থেকেই তোমাদেরকে সৃজন করেছি।

مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
From the (earth) did We create you, and into it shall We return you, and from it shall We bring you out once again. Surah Taha Ayat 55
এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব।

রসূলের দায়িত্ব-পৌছিয়ে দেওয়া।

রসূলের দায়িত্ব-পৌছিয়ে দেওয়া।

مَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ ۗ وَاللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ
The Messenger’s duty is only to deliver ˹the message˺. And Allah ˹fully˺ knows what you reveal and what you conceal. Q 5:99
রসূলের দায়িত্ব শুধু পৌছিয়ে দেওয়া। আল্লাহ জানেন, যা কিছু তোমরা প্রকাশ্যে কর এবং যা কিছু গোপন কর।

পেটে আগুনই ভর্তি করেছে।

পেটে আগুনই ভর্তি করেছে।

إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَىٰ ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا ۖ وَسَيَصْلَوْنَ سَعِيرًا
যারা এতীমদের অর্থ-সম্পদ অন্যায়ভাবে খায়, তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্ত্বরই তারা অগ্নিতে প্রবেশ করবে। সূরাঃ সূরা আন নিসা, আয়াতঃ ১০
Those who unjustly eat up the property of orphans, eat up a Fire into their own bodies: They will soon be enduring a Blazing Fire!

Emotional Recitation