Skip to main content
 
 

RABBANA

Rabbana
YA ALLAH 4

RECENT POSTS

সন্তানাদি পার্থিব জীবনের সৌন্দর্য।

সন্তানাদি পার্থিব জীবনের সৌন্দর্য।

ٱلۡمَالُ وَٱلۡبَنُونَ زِينَةُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَٱلۡبَٰقِيَٰتُ ٱلصَّـٰلِحَٰتُ خَيۡرٌ عِندَ رَبِّكَ ثَوَابٗا وَخَيۡرٌ أَمَلٗا
Wealth and children are an adornment of the life of the world. But the deeds of lasting righteousness are the best in the sight of your Lord in reward. Q 18: 46

আমরা শুনলাম এবং মানলাম।

আমরা শুনলাম এবং মানলাম।

The Messenger has believed in what was revealed to him from his Lord, and [so have] the believers. All of them have believed in Allah and His angels and His books and His messengers, [saying], “We make no distinction between any of His messengers.” And they say, We hear and we obey. [We seek] Your forgiveness, our Lord, and to You is the [final] destination. Q 2ঃ 285

আমিই জীবন আর মৃত্যু ঘটাই।

আমিই জীবন আর মৃত্যু ঘটাই।

وَإِنَّا لَنَحۡنُ نُحۡيِۦ وَنُمِيتُ وَنَحۡنُ ٱلۡوَٰرِثُونَ
And verily, it is We Who give life, and Who give death: it is We Who remain inheritors (after all else passes away). Q 15: 23 

QUOTES

আল্লাহকে দেখা কি সম্ভব।
আখেরাতে সে ক্ষতি গ্রস্ত।
তিনি গোপন ও প্রকাশ্য বিষয় অবগত।
অবশ্যই পরীক্ষা করব ?

শাইতান যখন কু-মন্ত্রণা দেয়।
কে সেই ব্যক্তি ?
তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন।
মোহর দিয়ে দাও খুশীমনে।

The Noble Quran

আমি আশ্রয় চাই পালনকর্তার।

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَق– مِنْ شَرِّ مَا خَلَقَ
I seek refuge in the Lord of the dawn, From the evil of that which He has created. Surah Falaq Ayat 1-2
আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে।

হেদায়েত লাভ করতে পারেনি।

Those are the ones who have purchased error [in exchange] for guidance, so their transaction has brought no profit, nor were they guided. Surah Al-Baqarah Ayat 16
তারা সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করে। বস্তুতঃ তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি।

الرَّحْمَنُ (Ar-Rahmaan) الرَّحِيمُ (Ar-Raheem) الْمَلِكُ (Al-Malik) الْقُدُّوسُ (Al-Quddus) السَّلاَمُ (As-Salam) الْمُؤْمِنُ (Al-Mu’min) الْمُهَيْمِنُ (Al-Muhaymin) الْعَزِيزُ (Al-Aziz) الْجَبَّارُ (Al-Jabbar) الْمُتَكَبِّرُ (Al-Mutakabbir) الْخَالِقُ (Al-Khaaliq) الْبَارِئُ (Al-Baari) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি , সুবহানাল্লাহিল আযীম , Subhan Allahi wa bihamdihi, Subhan Allahil Azim, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, La Hawla wa la Quwatta illa Billah, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,

PLAYLIST PLAYER

TUMARJONNO

মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।

মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
And those who pray, “Our Lord! Grant unto us wives and offspring who will be the comfort of our eyes, and give us (the grace) to lead the righteous. Surah Furqan Ayat 74

কোরবাণী আল্লাহরই জন্যে।

কোরবাণী আল্লাহরই জন্যে।

قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
Say (O Muhammad SAW): “Verily, my Salat (prayer), my sacrifice, my living, and my dying are for Allah, the Lord of the ‘Alamin (mankind, jinns and all that exists). Surah Al-An’am Ayat 16

আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই।

আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই।

ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ لَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ
Allah! there is no god but He! To Him belong the most Beautiful Names. Q 20:8
আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য ইলাহ নেই। সব সৌন্দর্যমন্ডিত নাম তাঁরই।

Emotional Recitation