Skip to main content
 
 

RABBANA

No posts found.

RECENT POSTS

তারা পাপের বোঝা বহন করবে।

তারা পাপের বোঝা বহন করবে।

وَٱلَّذِينَ يُؤۡذُونَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ بِغَيۡرِ مَا ٱكۡتَسَبُواْ فَقَدِ ٱحۡتَمَلُواْ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا
Those who harm believing men and believing women without any fault will bear the burden of false accusation and manifest sin. Q 33: 58

তারা একে অপরের বন্ধু।

তারা একে অপরের বন্ধু।

Believers! Do not take the Jews and the Christians for your allies. They are the allies of each other. And among you he who takes them for allies, shall be regarded as one of them. Allah does not guide the wrong-doers. Q 5: 51
মুমিনগণ, তোমরা ইয়াহূদী ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই একজন। আল্লাহ জালেমদেরকে পথ দেখান না।

শয়তান তাদের সঙ্গী হয়।

শয়তান তাদের সঙ্গী হয়।

Those who spend their wealth to show off and do not believe in Allah and the Hereafter, Allah does not love them. And Satan is their companion, how evil is that companion! Q 4:38
আর যারা লোক দেখানোর উদ্দেশ্যে তাদের ধনসম্পদ খরচ করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না, আল্লাহও তাদেরকে ভালবাসেন না। আর শয়তান তাদের সঙ্গী হয়, সে সঙ্গী কতই না মন্দ।

QUOTES

নেয়ামতে ভরা জান্নাত।
ক্ষমা করো মা। ভিডিও
তুমি ওয়াদা খেলাফ করো না।
আল্লাহর মসজিদ।

তারা সাহায্যকারী পাবে না।
যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন।
তার অপকার করতে পারে না।
সন্তানদেরকে হত্যা করো না।

RABBANA

YA ALLAH 56
YA ALLAH 76

The Noble Quran

তারা শরীক সাব্যস্ত করে।

Do they indeed ascribe to Him as partners things that can create nothing, but are themselves created? And the false deities are unable to [give] them help, nor can they help themselves. Q 7: 191-192

তোমাদের জন্যে দুর্ভোগ।

بَلۡ نَقۡذِفُ بِٱلۡحَقِّ عَلَى ٱلۡبَٰطِلِ فَيَدۡمَغُهُۥ فَإِذَا هُوَ زَاهِقٞۚ وَلَكُمُ ٱلۡوَيۡلُ مِمَّا تَصِفُونَ
Nay, We hurl the Truth against falsehood, and it knocks out its brain, and behold, falsehood doth perish! Ah! woe be to you for the (false) things ye ascribe (to Us). Surah Anbiya Ayat 18

الرَّحْمَنُ (Ar-Rahmaan) الرَّحِيمُ (Ar-Raheem) الْمَلِكُ (Al-Malik) الْقُدُّوسُ (Al-Quddus) السَّلاَمُ (As-Salam) الْمُؤْمِنُ (Al-Mu’min) الْمُهَيْمِنُ (Al-Muhaymin) الْعَزِيزُ (Al-Aziz) الْجَبَّارُ (Al-Jabbar) الْمُتَكَبِّرُ (Al-Mutakabbir) الْخَالِقُ (Al-Khaaliq) الْبَارِئُ (Al-Baari) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি , সুবহানাল্লাহিল আযীম , Subhan Allahi wa bihamdihi, Subhan Allahil Azim, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, La Hawla wa la Quwatta illa Billah, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,

PLAYLIST PLAYER

TUMARJONNO

আল্লাহকে দেখা কি সম্ভব।

আল্লাহকে দেখা কি সম্ভব।

مَن كَانَ يَرۡجُواْ لِقَآءَ ٱللَّهِ فَإِنَّ أَجَلَ ٱللَّهِ لَأٓتٖۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
For those whose hopes are in the meeting with Allah (in the Hereafter, let them strive); for the term (appointed) by Allah is surely coming and He hears and knows (all things).
Surah Ankabut Ayat 5

তোমাদের প্রভু অত্যন্ত স্নেহশীল।

তোমাদের প্রভু অত্যন্ত স্নেহশীল।

وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَىٰ بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنْفُسِ ۚ إِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَحِيمٌ
And they carry your heavy loads to lands that ye could not (otherwise) reach except with souls distressed: for your Lord is indeed Most Kind, Most Merciful. Surat An-Nahl Ayat 7

হে আমার প্রিয় বৎস।

হে আমার প্রিয় বৎস।

يَٰبُنَيَّ أَقِمِ ٱلصَّلَوٰةَ وَأۡمُرۡ بِٱلۡمَعۡرُوفِ وَٱنۡهَ عَنِ ٱلۡمُنكَرِ وَٱصۡبِرۡ عَلَىٰ مَآ أَصَابَكَۖ إِنَّ ذَٰلِكَ مِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ
O my son! establish regular prayer, enjoin what is just, and forbid what is wrong: and bear with patient constancy whatever betide thee; for this is firmness (of purpose) in (the conduct of) affairs. Surah Luqman Ayat 17

Emotional Recitation