Skip to main content
 
 

YA-ALLAH

Rabbana

RECENT POSTS

তারা একে অপরের বন্ধু।

তারা একে অপরের বন্ধু।

Believers! Do not take the Jews and the Christians for your allies. They are the allies of each other. And among you he who takes them for allies, shall be regarded as one of them. Allah does not guide the wrong-doers. Q 5: 51
মুমিনগণ, তোমরা ইয়াহূদী ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই একজন। আল্লাহ জালেমদেরকে পথ দেখান না।

শয়তান তাদের সঙ্গী হয়।

শয়তান তাদের সঙ্গী হয়।

Those who spend their wealth to show off and do not believe in Allah and the Hereafter, Allah does not love them. And Satan is their companion, how evil is that companion! Q 4:38
আর যারা লোক দেখানোর উদ্দেশ্যে তাদের ধনসম্পদ খরচ করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না, আল্লাহও তাদেরকে ভালবাসেন না। আর শয়তান তাদের সঙ্গী হয়, সে সঙ্গী কতই না মন্দ।

হে পৃথিবীর যমীন, পানি চুষে নাও।

হে পৃথিবীর যমীন, পানি চুষে নাও।

হে পৃথিবীর যমীন, তুমি পানি গুলো চুষে নাও, হে আকাশ, তুমি ক্ষান্ত হও-বৃস্টি বন্ধ করে দাও, অতঃপর পানি কমে গেল এবং (আল্লাহর) সিদ্ধান্ত বাস্তবায়িত হল, আর নৌকা জুদী পর্বতের উপর উঠল এবং ঘোষণা করা হল, ‘ধ্বংস যালিম কওমের জন্য। সূরাঃ হূদ আয়াতঃ ৪৪

QUOTES

তাদের জন্যে রয়েছে আযাব।
উদাহরণ একটি বীজের মত।
যাতে তারা ফিরে আসে।
যারা কিতাবকে আঁকড়ে ধরে।

সেবায় নিয়োজিত সূর্য এবং চন্দ্র।
তারকা দ্বারা মানুষ পথের নির্দেশ পায়।
আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর।
তুমি ওয়াদা খেলাফ করো না।

RABBANA

YA ALLAH 68

The Noble Quran

তারা শরীক সাব্যস্ত করে।

Do they indeed ascribe to Him as partners things that can create nothing, but are themselves created? And the false deities are unable to [give] them help, nor can they help themselves. Q 7: 191-192

কাফিররা সফলকাম হবে না।

And whoever invokes besides Allah another deity for which he has no proof then his account is only with his Lord. Indeed, the disbelievers will not succeed.
যে আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে, যে বিষয়ে তার কাছে প্রমাণ নেই; তার হিসাব কেবল তার রবের কাছে। নিশ্চয় কাফিররা সফলকাম হবে না। সূরাঃ মুমিনুন আয়াত ১১৭

الرَّحْمَنُ (Ar-Rahmaan) الرَّحِيمُ (Ar-Raheem) الْمَلِكُ (Al-Malik) الْقُدُّوسُ (Al-Quddus) السَّلاَمُ (As-Salam) الْمُؤْمِنُ (Al-Mu’min) الْمُهَيْمِنُ (Al-Muhaymin) الْعَزِيزُ (Al-Aziz) الْجَبَّارُ (Al-Jabbar) الْمُتَكَبِّرُ (Al-Mutakabbir) الْخَالِقُ (Al-Khaaliq) الْبَارِئُ (Al-Baari) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি , সুবহানাল্লাহিল আযীম , Subhan Allahi wa bihamdihi, Subhan Allahil Azim, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, La Hawla wa la Quwatta illa Billah, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,

PLAYLIST PLAYER

TUMARJONNO

পৃথিবীকে করেছেন বিছানা।

পৃথিবীকে করেছেন বিছানা।

الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَجَعَلَ لَكُمْ فِيهَا سُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ
He is the One˺ Who has laid out the earth for you, and set in it pathways for you so that you may find your way. Surah Zukhruf Ayat 10

আল্লাহ বান্দাহদের উপর দৃষ্টি রাখেন।

আল্লাহ বান্দাহদের উপর দৃষ্টি রাখেন।

وَاُ فَوِّضُ اَمْرِيْۤ اِلَى اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ بَصِيْرٌ بِۢا لْعِبَا دِ
আমি আমার নিজের ব্যাপারটা আল্লাহর উপর সোপর্দ করছি আমার বাঁচা-মরার জন্য আমি মোটেও ভাবি না। আল্লাহ তাঁর বান্দাহদের উপর (সর্বদা) দৃষ্টি রাখেন। Q 40: 44

তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি।

তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি।

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُلۡهِكُمۡ أَمۡوَٰلُكُمۡ وَلَآ أَوۡلَٰدُكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَأُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ
O you who have believed, let not your wealth and your children divert you from remembrance of Allah. And whoever does that then those are the losers. Surah Munafiqun Ayat 9

Emotional Recitation