Skip to main content
 
 

YA-ALLAH

YA ALLAH 11

RECENT POSTS

হে পৃথিবীর যমীন, পানি চুষে নাও।

হে পৃথিবীর যমীন, পানি চুষে নাও।

হে পৃথিবীর যমীন, তুমি পানি গুলো চুষে নাও, হে আকাশ, তুমি ক্ষান্ত হও-বৃস্টি বন্ধ করে দাও, অতঃপর পানি কমে গেল এবং (আল্লাহর) সিদ্ধান্ত বাস্তবায়িত হল, আর নৌকা জুদী পর্বতের উপর উঠল এবং ঘোষণা করা হল, ‘ধ্বংস যালিম কওমের জন্য। সূরাঃ হূদ আয়াতঃ ৪৪

আল্লাহ বান্দাহদের উপর দৃষ্টি রাখেন।

আল্লাহ বান্দাহদের উপর দৃষ্টি রাখেন।

وَاُ فَوِّضُ اَمْرِيْۤ اِلَى اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ بَصِيْرٌ بِۢا لْعِبَا دِ
আমি আমার নিজের ব্যাপারটা আল্লাহর উপর সোপর্দ করছি আমার বাঁচা-মরার জন্য আমি মোটেও ভাবি না। আল্লাহ তাঁর বান্দাহদের উপর (সর্বদা) দৃষ্টি রাখেন। Q 40: 44

ইয়া আল্লাহ! আমাদের রক্ষা করুন।

ইয়া আল্লাহ! আমাদের রক্ষা করুন।

رَبِّ نَجِّنِیۡ مِنَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ
ইয়া আল্লাহ! আপনি যালিম সম্প্রদায় থেকে আমাদের রক্ষা করুন। Q 28: 21

QUOTES

তাদের উভয়ের প্রতি রহম কর।
হে আমার প্রিয় বৎস।
যদি তারা ঈমান আনত।
এতীমদেরকে সম্পদ বুঝিয়ে দাও।

আল্লাহ অবশ্যই জেনে নেবেন।
বন্ধুবর্গ সেদিন শত্রু হবে।
আল্লাহ কঠোর শাস্তি দাতা।
তোমরা সত্য গোপন করো না।

RABBANA

YA ALLAH 30

The Noble Quran

কর্মকে ঘাড়ে সংযুক্ত করে দিয়েছি।

وَكُلَّ إِنسَٰنٍ أَلۡزَمۡنَٰهُ طَـٰٓئِرَهُۥ فِي عُنُقِهِۦۖ وَنُخۡرِجُ لَهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ كِتَٰبٗا يَلۡقَىٰهُ مَنشُورًا
Every man’s fate We have fastened on his own neck: On the Day of Judgment We shall bring out for him a scroll, which he will see spread open. Surah Al-Isra Ayat 13

বন্ধুবর্গ সেদিন শত্রু হবে।

الْأَخِلَّاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ
Close friends that day will be enemies to each other except for the righteous. Surah Zukhruf Ayat 67

الرَّحْمَنُ (Ar-Rahmaan) الرَّحِيمُ (Ar-Raheem) الْمَلِكُ (Al-Malik) الْقُدُّوسُ (Al-Quddus) السَّلاَمُ (As-Salam) الْمُؤْمِنُ (Al-Mu’min) الْمُهَيْمِنُ (Al-Muhaymin) الْعَزِيزُ (Al-Aziz) الْجَبَّارُ (Al-Jabbar) الْمُتَكَبِّرُ (Al-Mutakabbir) الْخَالِقُ (Al-Khaaliq) الْبَارِئُ (Al-Baari) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি , সুবহানাল্লাহিল আযীম , Subhan Allahi wa bihamdihi, Subhan Allahil Azim, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, La Hawla wa la Quwatta illa Billah, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,

PLAYLIST PLAYER

TUMARJONNO

তিনি গোপন ও প্রকাশ্য বিষয় অবগত।

তিনি গোপন ও প্রকাশ্য বিষয় অবগত।

عٰلِمُ الغَيبِ وَالشَّهٰدَةِ الكَبيرُ المُتَعالِ
All-Knower of the unseen and the seen, the Most Great, the Most High. Surah Ar-Ra’d Ayât 9
তিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয় অবগত, মহোত্তম, সর্বোচ্চ মর্যাদাবান।

তারা উপদেশ গ্রহণ করে না।

তারা উপদেশ গ্রহণ করে না।

أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ
Do they not see that they are put in trouble once or twice every year? (Even) then they do not repent, nor do they take advice. Surah At-Tawbah Ayat 126

প্রাচুর্যের লালসা।

প্রাচুর্যের লালসা।

أَلْهَاكُمُ التَّكَاثُرُحَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ
The mutual rivalry for piling up (the good things of this world) diverts you (from the more serious things), Until you visit the graveyards. Surah At-Takathur Ayat 1-2

Emotional Recitation