Skip to main content
 
 

YA-ALLAH

YA ALLAH 58

RECENT POSTS

হে পৃথিবীর যমীন, পানি চুষে নাও।

হে পৃথিবীর যমীন, পানি চুষে নাও।

হে পৃথিবীর যমীন, তুমি পানি গুলো চুষে নাও, হে আকাশ, তুমি ক্ষান্ত হও-বৃস্টি বন্ধ করে দাও, অতঃপর পানি কমে গেল এবং (আল্লাহর) সিদ্ধান্ত বাস্তবায়িত হল, আর নৌকা জুদী পর্বতের উপর উঠল এবং ঘোষণা করা হল, ‘ধ্বংস যালিম কওমের জন্য। সূরাঃ হূদ আয়াতঃ ৪৪

আল্লাহ বান্দাহদের উপর দৃষ্টি রাখেন।

আল্লাহ বান্দাহদের উপর দৃষ্টি রাখেন।

وَاُ فَوِّضُ اَمْرِيْۤ اِلَى اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ بَصِيْرٌ بِۢا لْعِبَا دِ
আমি আমার নিজের ব্যাপারটা আল্লাহর উপর সোপর্দ করছি আমার বাঁচা-মরার জন্য আমি মোটেও ভাবি না। আল্লাহ তাঁর বান্দাহদের উপর (সর্বদা) দৃষ্টি রাখেন। Q 40: 44

ইয়া আল্লাহ! আমাদের রক্ষা করুন।

ইয়া আল্লাহ! আমাদের রক্ষা করুন।

رَبِّ نَجِّنِیۡ مِنَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ
ইয়া আল্লাহ! আপনি যালিম সম্প্রদায় থেকে আমাদের রক্ষা করুন। Q 28: 21

QUOTES

যিনি তোমাদের আকৃতি গঠন করেন।
তোমাদের জন্যে দুর্ভোগ।
রসূলের দায়িত্ব-পৌছিয়ে দেওয়া।
কে রিযিক দান করবে ?

মাটি থেকেই তোমাদেরকে সৃজন করেছি।
মুত্তাকীদের নিকটবর্তী হবে জান্নাত।
সঠিক দাঁড়িপালায় ওজন করবে।
রমযান মাসই হল সে মাস।

RABBANA

Rabbana
YA ALLAH 9

The Noble Quran

হে আমার পালনকর্তা !

وَقُلْ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ
And say, “My Lord, I seek refuge in You from the incitements of the devils. Surah Al-Mu’minun Ayat 98
বলুনঃ হে আমার পালনকর্তা! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি।

এখন ও কি নিবৃত্ত হবেনা ?

Satan’s plan is (but) to excite enmity and hatred between you, with intoxicants and gambling, and hinder you from the remembrance of Allah, and from prayer: will ye not then abstain? Surah Ma’idah Ayat 91

الرَّحْمَنُ (Ar-Rahmaan) الرَّحِيمُ (Ar-Raheem) الْمَلِكُ (Al-Malik) الْقُدُّوسُ (Al-Quddus) السَّلاَمُ (As-Salam) الْمُؤْمِنُ (Al-Mu’min) الْمُهَيْمِنُ (Al-Muhaymin) الْعَزِيزُ (Al-Aziz) الْجَبَّارُ (Al-Jabbar) الْمُتَكَبِّرُ (Al-Mutakabbir) الْخَالِقُ (Al-Khaaliq) الْبَارِئُ (Al-Baari) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি , সুবহানাল্লাহিল আযীম , Subhan Allahi wa bihamdihi, Subhan Allahil Azim, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, La Hawla wa la Quwatta illa Billah, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,

PLAYLIST PLAYER

TUMARJONNO

যে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম।

যে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম।

وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا
But whoever kills a believer intentionally his recompense is Hell, wherein he will abide eternally, and Allah has become angry with him and has cursed him and has prepared for him a great punishment. Surah An-Nisa Ayat 93

যে কেউ ইহকাল কামনা করে।

যে কেউ ইহকাল কামনা করে।

مَّن كَانَ يُرِيدُ ٱلۡعَاجِلَةَ عَجَّلۡنَا لَهُۥ فِيهَا مَا نَشَآءُ لِمَن نُّرِيدُ ثُمَّ جَعَلۡنَا لَهُۥ جَهَنَّمَ يَصۡلَىٰهَا مَذۡمُومٗا مَّدۡحُورٗا
If any do wish for the transitory things (of this life), We readily grant them – such things as We will, to such person as We will: in the end have We provided Hell for them: they will burn therein, disgraced and rejected.
Surah Isra Ayat 18

কাবা: হেদায়েত ও বরকতময় ঘর।

কাবা: হেদায়েত ও বরকতময় ঘর।

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ
Indeed, the first House [of worship] established for mankind was that at Makkah blessed and a guidance for the worlds. Surah Imran Ayat 96

Emotional Recitation