Skip to main content
 
 

YA-ALLAH

No posts found.

RECENT POSTS

তারা একে অপরের বন্ধু।

তারা একে অপরের বন্ধু।

Believers! Do not take the Jews and the Christians for your allies. They are the allies of each other. And among you he who takes them for allies, shall be regarded as one of them. Allah does not guide the wrong-doers. Q 5: 51
মুমিনগণ, তোমরা ইয়াহূদী ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই একজন। আল্লাহ জালেমদেরকে পথ দেখান না।

শয়তান তাদের সঙ্গী হয়।

শয়তান তাদের সঙ্গী হয়।

Those who spend their wealth to show off and do not believe in Allah and the Hereafter, Allah does not love them. And Satan is their companion, how evil is that companion! Q 4:38
আর যারা লোক দেখানোর উদ্দেশ্যে তাদের ধনসম্পদ খরচ করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না, আল্লাহও তাদেরকে ভালবাসেন না। আর শয়তান তাদের সঙ্গী হয়, সে সঙ্গী কতই না মন্দ।

হে পৃথিবীর যমীন, পানি চুষে নাও।

হে পৃথিবীর যমীন, পানি চুষে নাও।

হে পৃথিবীর যমীন, তুমি পানি গুলো চুষে নাও, হে আকাশ, তুমি ক্ষান্ত হও-বৃস্টি বন্ধ করে দাও, অতঃপর পানি কমে গেল এবং (আল্লাহর) সিদ্ধান্ত বাস্তবায়িত হল, আর নৌকা জুদী পর্বতের উপর উঠল এবং ঘোষণা করা হল, ‘ধ্বংস যালিম কওমের জন্য। সূরাঃ হূদ আয়াতঃ ৪৪

QUOTES

ছোট ও বড় সবই লিপিবদ্ধ।
কারও প্রতি জুলুম করা হবে না।
তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।
আল্লাহর পথে আত্মনিয়োগ।

ঐ দিনকে ভয় কর।
gossip, beckbite
জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
তোমাদের প্রভু অত্যন্ত স্নেহশীল।

RABBANA

YA ALLAH 24

The Noble Quran

কেয়ামত অবশ্যই আসবে।

إِنَّ السَّاعَةَ آتِيَةٌ أَكَادُ أُخْفِيهَا لِتُجْزَىٰ كُلُّ نَفْسٍ بِمَا تَسْعَىٰ
Verily the Hour is coming – My design is to keep it hidden – for every soul to receive its reward by the measure of its Endeavour. Surah TaHa Ayat 15

আল্লাহ অবশ্যই জেনে নেবেন।

وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ
And Allah will surely make evident those who believe, and He will surely make evident the hypocrites. Surah Al-Ankabut Ayat 11
আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নিশ্চয় জেনে নেবেন যারা মুনাফেক।

الرَّحْمَنُ (Ar-Rahmaan) الرَّحِيمُ (Ar-Raheem) الْمَلِكُ (Al-Malik) الْقُدُّوسُ (Al-Quddus) السَّلاَمُ (As-Salam) الْمُؤْمِنُ (Al-Mu’min) الْمُهَيْمِنُ (Al-Muhaymin) الْعَزِيزُ (Al-Aziz) الْجَبَّارُ (Al-Jabbar) الْمُتَكَبِّرُ (Al-Mutakabbir) الْخَالِقُ (Al-Khaaliq) الْبَارِئُ (Al-Baari) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি , সুবহানাল্লাহিল আযীম , Subhan Allahi wa bihamdihi, Subhan Allahil Azim, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, La Hawla wa la Quwatta illa Billah, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,

PLAYLIST PLAYER

TUMARJONNO

তোমাদের কাছে এর ভান্ডার নেই।

তোমাদের কাছে এর ভান্ডার নেই।

وَأَرْسَلْنَا الرِّيَاحَ لَوَاقِحَ فَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَسْقَيْنَاكُمُوهُ وَمَا أَنْتُمْ لَهُ بِخَازِنِينَ
And We send the fecundating winds, then cause the rain to descend from the sky, therewith providing you with water (in abundance), though ye are not the guardians of its stores. Surah Hijr Ayat 22

নিশ্চয় আল্লাহই অঙ্কুর সৃষ্টিকারী।

নিশ্চয় আল্লাহই অঙ্কুর সৃষ্টিকারী।

إِنَّ ٱللَّهَ فَالِقُ ٱلۡحَبِّ وَٱلنَّوَىٰۖ يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَمُخۡرِجُ ٱلۡمَيِّتِ مِنَ ٱلۡحَيِّۚ ذَٰلِكُمُ ٱللَّهُۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ
It is Allah Who causeth the seed-grain and the date-stone to split and sprout. He causeth the living to issue from the dead, and He is the one to cause the dead to issue from the living. That is Allah: then how are ye deluded away from the truth?
Surah An’aam Ayat 95

মুত্তাকীদের নিকটবর্তী হবে জান্নাত।

মুত্তাকীদের নিকটবর্তী হবে জান্নাত।

وَ اُزۡلِفَتِ الۡجَنَّۃُ لِلۡمُتَّقِیۡنَ
And Paradise will be brought near [that Day] to the righteous.
আর জান্নাতকে মুত্তাকীদের নিকটবর্তী করা হবে। সূরাঃ শুআ’রা আয়াত ৯০

Emotional Recitation