Skip to main content

ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা কর।

By Iman O Amol No Comments

وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
And seek help through patience and prayer, and indeed, it is difficult except for the humbly submissive [to Allah] Surah Baqarah Ayat 45
ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা কর সালাতের মাধ্যমে, অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত আল্লাহভীরু লোকদের পক্ষেই তা সম্ভব।

আন্দাজ ও কল্পনার অনুসরণ।

By Iman O Amol No Comments

وَمَا يَتَّبِعُ أَكْثَرُهُمْ إِلَّا ظَنًّا ۚ إِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ
And most of them follow not except assumption. Indeed, assumption avails not against the truth at all. Indeed, Allah is Knowing of what they do. Surah Yunus Ayat 36

তাঁরই নিকট কান্নাকাটি কর।

By Iman O Amol No Comments

وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ ۖ ثُمَّ إِذَا مَسَّكُمُ الضُّرُّ فَإِلَيْهِ تَجْأَرُونَ
And whatever you have of favor – it is from Allah. Then when adversity touches you, to Him you cry for help. Surah An-Nahl Ayat 53
তোমাদের কাছে যে সমস্ত নেয়ামত আছে, তা আল্লাহরই পক্ষ থেকে। অতঃপর তোমরা যখন দুঃখে-কষ্টে পতিত হও তখন তাঁরই নিকট কান্নাকাটি কর।

তারা সাহায্যকারী পাবে না।

By Iman O Amol No Comments

إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيرًا
Indeed, the hypocrites will be in the lowest depths of the Fire – and never will you find for them a helper. Surah An-Nisa Ayat 145
নিঃসন্দেহে মুনাফেকরা রয়েছে দোযখের সর্বনিম্ন স্তরে। আর তোমরা তাদের জন্য কোন সাহায্যকারী কখনও পাবে না।

আমার কি হল ?

By Iman O Amol No Comments

وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فَطَرَنِي وَإِلَيْهِ تُرْجَعُونَ
And why should I not worship He who created me and to whom you will be returned? Surah Ya-Sin Ayat 22
কেন আমি তাঁর এবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা সবাই প্রত্যাবর্তিত হবে?

কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে।

By Iman O Amol No Comments

قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ(۱)  مَلِكِ النَّاسِۙ(۲) اِلٰهِ النَّاسِۙ(۳)   مِنْ شَرِّ الْوَسْوَاسِ ﳔ الْخَنَّاسِﭪ(۴)  الَّذِیْ یُوَسْوِسُ فِیْ صُدُوْرِ النَّاسِۙ(۵)   مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ۠(۶)
I seek refuge with the Lord From the evil of the retreating whisperer, Who whispers [evil] into the hearts of mankind, From among the jinn and mankind. Surah An-Nas

যে কুফরী করে মৃত্যুবরণ করে।

By Iman O Amol No Comments

إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ أُولَٰئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ
Those who reject Faith, and die rejecting,- on them is Allah’s curse, and the curse of angels, and of all mankind; Surah Baqarah Ayat 161

ব্যয় কর পিতা-মাতার জন্যে।

By Iman O Amol No Comments

তোমার কাছে জিজ্ঞেস করে, কি তারা ব্যয় করবে? বলে দাও-যে বস্তুই তোমরা ব্যয় কর, তা হবে পিতা-মাতার জন্যে, আত্নীয়-আপনজনের জন্যে, এতীম-অনাথদের জন্যে, অসহায়দের জন্যে এবং মুসাফিরদের জন্যে। আর তোমরা যে কোন সৎকাজ করবে, নিঃসন্দেহে তা অত্যন্ত ভালভাবেই আল্লাহর জানা রয়েছে।
They ask you, [O Muhammad], what they should spend. Say, “Whatever of your wealth you spend shall [first] be for your parents, and relatives and orphans and the needy and the traveler. And whatever you do of good – indeed, Allah is Knowing of it. Surah Baqarah Ayat 215